Tuesday, August 11, 2015

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের সময়সূচি

২০১৬ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ। এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেটে। দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সিলেট বিভাগীয় স্টেডিয়াম। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রস্তাবিত সময়সূচিও তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নতুন বছরের শুরুতে এ ভেন্যুতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ওই সময় জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা কোন ম্যাচই অনুষ্ঠিত হবে না। পাহাড় ঘেরা নয়নাভিরাম দৃশ্য। চা বাগান বেষ্টিত সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে ধরা হয় বর্তমানে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন ভেন্যু হিসেবে।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের সিরিজের টেস্ট ম্যাচ হওয়ার বিষয়টিও নিশ্চিত হরেছেন বিসিবির বোর্ড পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। সিলেটে টেস্ট ম্যাচ আয়োজনের বিষয়ে মঙ্গলবার তিনি বলেন, টেস্ট ম্যাচ হবে সিলেটে। এটার সময় সূচিও হয়ে  গেছে।

সিলেটের মাঠও এক মাসের মধ্যে পুরো প্রস্তুত হয়ে যাবে বলেও জানান তিনি। এছাড়া স্টেডিয়ামের গ্যালারির ধারণ ক্ষমতা বাড়ানো হচ্ছে। সেই সঙ্গে এ ভেন্যুও আরও কিছু সুযোগ-সুবিধাও বাড়ানো হবে জানান তিনি।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামের আধুনিকায়ন প্রসঙ্গে শফিউর আলম চৌধুরী বলেন, আমরা তো অনেক কাজ করেছি। পিচের কাজসহ যে কাজগুলো করা হয়েছে আগামী এক মাসের মধ্যে। তবে মাঠ পুরোপুরি প্রস্তত হয়ে যাবে। ইতিমধ্যে আমরা গ্যালারি বর্ধিত করছি। ড্রেনেজ সিস্টেমের কাজও শেষ করা হয়েছে। এগুলো শেষ হতে হয়তো তিন-চার মাস লাগবে। মাঠ তো পুরো প্রস্ততই আছে। জানুয়ারিতে এখানে টেস্ট হবে।





জিম্বাবুয়ে সিরিজের প্রস্তাবিত সময়সূচি  
                                                      - See more at: http://bangla.mtnews24.com/post.php?id=59072&page=3#sthash.sKjCf46M.dpuf





9:15 PM