Wednesday, July 29, 2015

রুবেলকে বোল্ড আউট করে দিলেন হ্যাপি!

Share it Please
নতুন করে আবার প্রেমে পড়েছেন আলোচিত-সমালোচিত বিতর্কিত মডেল অভিনেত্রী নাজনিন আক্তার হ্যাপি। তবে নতুন করে তিনি কার প্রেমে পড়েছেন? সেটা খোলাসা না করলেও ঘটনাটি সত্যি বলেই তিনি দাবী করেছেন।

হ্যাপি তার ফেসুবকে ১৫ ঘণ্টা পূর্বে (নিউজ লেখার সময় ৪.৫০মিনিট) এক স্ট্যাটাস দিয়ে জানান, ‘রুবেলকে বোল্ড আউট করে দিলাম’ ! তার ঠিক ৭ঘন্টা পর আরো একটি স্ট্যাটাসে তিনি জানান তার প্রেমে পড়ার খবরটি।

পরের স্ট্যাটাসে তিনি লিখেন, ‘প্রেমে পড়েছে, মন পড়েছে!
অচেনা এক মানুষ আমায় পাগল করেছে! বি: দ্রঃ ঘটনা কিন্তু সত্য’!

এদিকে ওই দু’টি স্ট্যাটাসের পর হাজারো লাইক ও পক্ষে-বিপক্ষে বেশ কিছু মন্তব্য পড়ে। এর মধ্যে জীবন খান নামে তার এক ফেসবুক বন্ধু তার এই সিদ্ধান্তটি সঠিক নয় বলে দাবী করে লেখেন রুবেল আবার ফিরবে’।

জীবনের এমন মন্তব্যে হ্যাপি লিখেন, রুবেলের বিয়ে হয়ে গেছে তুমি জানো না? সে আমাকে কখনোই ভালোবাসেনি। ওর সবই ছিলো অভিনয়। - See more at: http://bangla.mtnews24.com/post.php?id=56438&page=4#sthash.LIOCoS2B.dpuf
নতুন করে আবার প্রেমে পড়েছেন আলোচিত-সমালোচিত বিতর্কিত মডেল অভিনেত্রী নাজনিন আক্তার হ্যাপি। তবে নতুন করে তিনি কার প্রেমে পড়েছেন? সেটা খোলাসা না করলেও ঘটনাটি সত্যি বলেই তিনি দাবী করেছেন।

হ্যাপি তার ফেসুবকে ১৫ ঘণ্টা পূর্বে (নিউজ লেখার সময় ৪.৫০মিনিট) এক স্ট্যাটাস দিয়ে জানান, ‘রুবেলকে বোল্ড আউট করে দিলাম’ ! তার ঠিক ৭ঘন্টা পর আরো একটি স্ট্যাটাসে তিনি জানান তার প্রেমে পড়ার খবরটি।


পরের স্ট্যাটাসে তিনি লিখেন, ‘প্রেমে পড়েছে, মন পড়েছে!
অচেনা এক মানুষ আমায় পাগল করেছে! বি: দ্রঃ ঘটনা কিন্তু সত্য’!

এদিকে ওই দু’টি স্ট্যাটাসের পর হাজারো লাইক ও পক্ষে-বিপক্ষে বেশ কিছু মন্তব্য পড়ে। এর মধ্যে জীবন খান নামে তার এক ফেসবুক বন্ধু তার এই সিদ্ধান্তটি সঠিক নয় বলে দাবী করে লেখেন রুবেল আবার ফিরবে’।

জীবনের এমন মন্তব্যে হ্যাপি লিখেন, রুবেলের বিয়ে হয়ে গেছে তুমি জানো না? সে আমাকে কখনোই ভালোবাসেনি। ওর সবই ছিলো অভিনয়।

0 comments:

Post a Comment