Wednesday, July 29, 2015

মনোযোগ ধরে রাখাও মুশফিকদের বড় চ্যালেঞ্জ

Share it Please
টানা ক্রিকেট খেলছে বাংলাদেশ। গত বছরের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের পর থেকে খেলার মধ্যেই আছেন মুশফিকরা। কিছুটা হলেও মনোযোগে তাই ব্যঘাত ঘটতেই পারে তাদের। এর আগেও দেখা গেছে, সিরিজের শেষ ম্যাচে এসে ছন্দ হারিয়ে বসেছে বাংলাদেশ। বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হতে যাওয়া টেস্টের আগে তাই মুশফিকের কাছে জানতে চাওয়া হয়েছিলো মনোযোগ বিষয়ে। তিনি জানান, এই ম্যাচে মনোযোগ ধরে রাখাটাও তাদের জন্য বড় চ্যালেঞ্জ। একই সাথে অধিনায়ক জানিয়েছেন, সেই চ্যালেঞ্জটা জয়ের জন্য প্রস্তুত তার দল।

মুশফিক বলেন, ‘অতীতে হয়তো এমন হয়েছে। সিরিজের শেষ দিকে এসে আমাদের মনোযোগে ব্যঘাত ঘটেছে। এ বিষয়টি আমাদের মাথায় আছে। সবাইকে বলা হয়েছে, টেস্ট পাঁচ দিনের খেলা। এখানে সাফল্যের জন্য প্রতিটি দিনই ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলতে হবে।’

টেস্ট অধিনায়ক নিজেদের মানসিক দৃঢ়তার কথা জানাতে গিয়ে বলেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিনটি ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়েছি। আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, তা আমাদের মানসিক সক্ষমতার প্রমাণ দিয়েছে। এ ছাড়া গত টেস্টেও আমরা তাদের সাথে পাল্লা দিয়ে খেলেছি। তারপরও টেস্টে মনোযোগ ধরে রাখা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। আমরা এই চ্যালেঞ্জ মোকাবলেরার জন্য প্রস্তুত আছি।’
মুশফিক মনে করেন, ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ভালো খেলে প্রমাণ করতে পারবে যে, তারা কতোটা এগিয়েছে। ঢাকা টেস্টটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দশম টেস্ট। এর আগে খেলা নয় টেস্টের মাত্র একটিতে ড্র করেছে বাংলাদেশ। সেটাও এই সিরিজের প্রথম টেস্টে। এ ছাড়া আগের আট টেস্টের প্রতিটিতেই হারতে হয়েছে।

0 comments:

Post a Comment