Saturday, August 1, 2015

মুশফিককে নিয়ে কি হচ্ছে বিসিবিতে?

Share it Please
বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের নির্দেশিকাটি এখন জোড় আলোচনায়।

টাইগার টিমের কোচ মুশফিকের পক্ষে। এর আগে মুশফিকুর রহিমকে নিয়ে নানা কানাঘুষা চলছিলো। এবার সে বিষয়টিও খানিকটা খোলাসা হলো। আর চাঞ্চল্যকর খবর হলো লিটন দাসই বসছেন মুশফিকের চেয়ারে।

পাপন মুশফিককে কিপিং ছেড়ে দেয়ার পরামর্শ দিয়েছেন। মুশফিক এ বিষয়ে এর আগে বলেন, তিনি কিপিং চালিয়ে যেতে চান। তবে আঙ্গুলে সমস্যার বিষয়টি সামনে এনে কিপিং করা থেকে দূরে রয়েছেন তিনি।

মুশফিকের আঙ্গুলে সমস্যার কারণে কিপিং থেকে দূরে না অন্য কারণে সেটি শিগগিরই পরিস্কার হচ্ছে। চন্ডিকা হাতুরুসিংহে অবশ্য মুশফিকের পক্ষে। তবে কিপিং থেকে দূরে থাকা মুশফিকুর রহিম এ বিষয়ে গণমাধ্যমকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।

বিসিবি মুশফিকের বিরুদ্ধে এই নির্দেশিকা আনতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল বেশ আগেই। পাপনের বক্তব্য এটাকে পরিস্কার করেছে। মুশফিককে নিয়ে কি হচ্ছে বিসিবিতে?

এই বিষয়টি এখন টক অফ দ্যা ইস্যুতে পরিণত হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে কি আসে সে দিকে অবশ্য তাকিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা।

0 comments:

Post a Comment