Wednesday, July 29, 2015

কেমন হবে ঢাকা টেস্টের দল?

Share it Please
চট্টগ্রাম টেস্টে দুই পেসারের সাথে দুজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নেমেছিলো বাংলাদেশ। ঢাকায় কেমন হবে দল? বুধবার দ্বিতীয় টেস্ট সামনে রেখে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ছিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি জানিয়েছেন, দলে কোনো পরিবর্তনের চিন্তা নেই। তবে শেষ মুহূর্তে কোনো পরিবর্তন এলেও আসতে পারে। 
মুশফিক বলেন, ‘এই উইকেটে আমাদের কম্বিনেশনে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা আছে বলে মনে হয় না। কারণ শেষ টেস্টে যে একাদশ খেলেছে, সবাই যার যার জায়গায় ভালো খেলেছে। সে দিক থেকে চিন্তা করলে পরিবর্তনের সম্ভাবনা কম।’
সম্ভাবনা যে একেবারে নেই, তা বলেননি মুশফিক। তার পরের মন্তব্যটি ছিলো এ রকম, ‘আবার আমাদের যেহেতু পাঁচজন স্পিনার আছে সে দিক থেকে চিন্তা করে একজন পেসার বা একজন ব্যাটসম্যান সেরা একাদশে ঢুকেও যেতে পারে। যদি আমরা আরো চিন্তা করি, সে ক্ষেত্রে হয়তো এই পরিবর্তনটা আসবে । আপাতত অবশ্য পরিবর্তনের কোনো চিন্তা নেই।’

0 comments:

Post a Comment