Saturday, July 25, 2015

আফ্রিকান ক্রিকেটারদের যে খোঁচাটি মারলেন মুশফিকুর রহিম

Share it Please
বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম নিজের দ্বিতীয় টেস্ট নিয়ে জানিয়েছেন নানা চমৎকার উক্তি। তবে টাইগার সেনাপতি মুশফিকুর রহিম দক্ষিণ আফ্রিকাকে খোঁচা মেরেছেন বেশ ভালো করেই!

মুশফিক বলেন, দক্ষিণ আফ্রিকা এখন চাপের মুখে। চট্টগ্রাম টেস্টে আমরা তাদের বিরুদ্ধে দাপট দেখিয়েছে। বৃষ্টি বাধায় লক্ষ্য পূরণ হয়নি আমাদের। পরে মিরপুর টেস্টকে বেশ গুরুত্ব দিয়ে দেখা হবে বলে উল্লেখ করেন মুশফিক। তিনি জানান এই টেস্ট জয়ের জন্য যেটা করা দরকার সেটা করতে আমরা প্রস্তুত।

এর পরেই প্রতিপক্ষকে খোঁচা মেরে কথা বলেন মুশফিক। তিনি বলেন, চাপে পড়লে দক্ষিণ আফ্রিকার অবস্থা কি হয় (চোকার) সেটা তো আপনারা ভালো করেই জানেন।

মিরপুর টেস্টে আমলাদের কোনো ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। জয়/পরাজয়ের টেস্টে টাইগাররা বোলিং ও ব্যাটিং দুই দিকেই জ্বলে উঠবেন বলে ধারনা তার।

উল্লেখ্য, ৩০ জুলাই শুরু হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ।

0 comments:

Post a Comment