Sunday, August 2, 2015

অবসর নিয়ে কি বললেন মাশরাফি বিন মতুর্জা?

Share it Please
দেখতে দেখতে কেটে গেল ১৫টি বছর। ২০০১ সালে জাতীয় দলে অভিষেক হয় মাশরাফি বিন মতুর্জার। দলের দুঃসময়েও উজ্জ্বল ক্রিকেট খেলেছেন তিনি। আর এখন তিনিই বাংলাদেশ ক্রিকেটের কান্ডারি। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেট বেশ উন্নতি হয়েছে বলতে মোটেই সংশয় প্রকাশ করেন না খোদ বিসিবির কর্মকর্তারা।

এই মাশরাফি এবার অবসর নিয়ে আভাস দিলেন। মাশরাফি বলেন, দেশের হয়ে খেলার ইচ্ছা রয়েছে আমার। ভালো খেলে দলে থাততে চাই। বাজে ক্রিকেট খেলে দলের বাইরে যেতে চাই না। তবে বাদ পড়লে আমার কি করার। এসব কথা বলার পরে মাশরাফি বলেন, ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই আমি। এর পরেই অবসরের ভাবনা তার কন্ঠে।

মাশরাফি বলেন, আমার বয়স এখন ৩২। ফিট রয়েছি। দেশের হয়ে সে গন্তব্য পর্যন্ত ক্রিকেট যুদ্ধ চালিয়ে যেতে চাই। বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক জানান দেশের ক্রিকেটের আরো উন্নতি জার্সি গায়ে দেয়া অবস্থায় দেখে যেতে তিনি।

0 comments:

Post a Comment