Most Recent Updates

Monday, October 24, 2016

ভেঙে পড়েছেন সাব্বির

লক্ষ্য ছিল মাত্র ৩৩ রান। উইকেটে ছিলেন দুর্দান্ত ফর্মে থাকা সাব্বির রহমান, সঙ্গী তাইজুল ইসলাম ও শফিউল ইসলাম। কিন্তু চট্টগ্রামের উইকেটে এ যেন বহুদূর। মাত্র ১০ রান যোগ করেই বিদায় নেন শেষ দুই ব্যাটসম্যান। ফলে আরও একটি স্বপ্নের অপমৃত্যু ঘটে। আবারও এক রাশ কষ্ট নিয়েই মাঠ ছাড়তে হলো টাইগারদের।
সোমবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিনের আট উইকেটে ২৫৩ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। আর ১০ রান যোগ করতেই বেন স্টোকসের বলে এলবিডব্লিউর ফাঁদে পরে বিদায় নেন তাইজুল ইসলাম। এর দুই বল পর এলবিডব্লিউর ফাঁদে পরে বিদায় নেন শফিউলও।
সাব্বির কষ্টে মুষড়ে পড়েন। ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকের ১৩৪ টেস্টের ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা আগে হয়েছে। সাব্বিরের পাশে এসে দাঁড়ান। সান্তনা দেন। ৯৯তম টেস্ট খেলা পেসার স্টুয়ার্ট ব্রড সর্বনাশটা করেছেন আগের বিকেলে। তিনিও চলে আসেন। সাব্বিরকে বোঝান। এটা তো খেলা। জীবনটা যে খেলার চেয়েও বড়!

সাব্বির উঠে দাঁড়ান। একটু একটু করে ড্রেসিং রুমের দিকে পা বাড়ান। কিন্তু ওই ২৩ রানের আক্ষেপটা যেন পাষান ভার হয়ে চেপে বসে ২৪ বছরের ব্যাটসম্যানের কাঁধে। তার ব্যাটের দিকেই যে তাকিয়ে ছিল ১৬ কোটি মানুষের সবুজ এই দেশটা! শেষ দুই ব্যাটসম্যানকে আগলে রেখে দেশের স্বপ্ন পূরণের ব্যর্থতার কষ্টই পুড়িয়ে চলে তাকে। 


3:27 AM

Tuesday, August 11, 2015

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের সময়সূচি

২০১৬ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ। এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেটে। দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সিলেট বিভাগীয় স্টেডিয়াম। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রস্তাবিত সময়সূচিও তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নতুন বছরের শুরুতে এ ভেন্যুতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ওই সময় জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা কোন ম্যাচই অনুষ্ঠিত হবে না। পাহাড় ঘেরা নয়নাভিরাম দৃশ্য। চা বাগান বেষ্টিত সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে ধরা হয় বর্তমানে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন ভেন্যু হিসেবে।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের সিরিজের টেস্ট ম্যাচ হওয়ার বিষয়টিও নিশ্চিত হরেছেন বিসিবির বোর্ড পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। সিলেটে টেস্ট ম্যাচ আয়োজনের বিষয়ে মঙ্গলবার তিনি বলেন, টেস্ট ম্যাচ হবে সিলেটে। এটার সময় সূচিও হয়ে  গেছে।

সিলেটের মাঠও এক মাসের মধ্যে পুরো প্রস্তুত হয়ে যাবে বলেও জানান তিনি। এছাড়া স্টেডিয়ামের গ্যালারির ধারণ ক্ষমতা বাড়ানো হচ্ছে। সেই সঙ্গে এ ভেন্যুও আরও কিছু সুযোগ-সুবিধাও বাড়ানো হবে জানান তিনি।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামের আধুনিকায়ন প্রসঙ্গে শফিউর আলম চৌধুরী বলেন, আমরা তো অনেক কাজ করেছি। পিচের কাজসহ যে কাজগুলো করা হয়েছে আগামী এক মাসের মধ্যে। তবে মাঠ পুরোপুরি প্রস্তত হয়ে যাবে। ইতিমধ্যে আমরা গ্যালারি বর্ধিত করছি। ড্রেনেজ সিস্টেমের কাজও শেষ করা হয়েছে। এগুলো শেষ হতে হয়তো তিন-চার মাস লাগবে। মাঠ তো পুরো প্রস্ততই আছে। জানুয়ারিতে এখানে টেস্ট হবে।





জিম্বাবুয়ে সিরিজের প্রস্তাবিত সময়সূচি  
                                                      - See more at: http://bangla.mtnews24.com/post.php?id=59072&page=3#sthash.sKjCf46M.dpuf





9:15 PM