Sunday, July 26, 2015

টাইগার মুস্তাফিজের ভবিষ্যৎ নিয়ে কি বললেন হাশিম আমলা?

Share it Please
মুস্তাফিজুর রহমানের টেস্টে অভিষেক হওয়ার দিন। বল করছেন টাইগার ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। ব্যাট করছেন সাবেক বিশ্বসেরা টেস্ট ব্যাটসম্যান ও বর্তমানে বিশ্বের সেরা তিনে থাকা হাশিম আমলা।

অভিষেক ম্যাচে হাশিম আমলাকেই আউট করেন তিনি। হামিশ আমলা প্রথম প্রহরেই চিনতে ভুল করেননি এই বোলারকে। একই ওভারে বিশ্বতারকা ক্রিকেটার ডি কক ও ডুমিনিতে কোনো রান করার সুযোগ না দিয়েই প্যাবিলিয়নে ফেরান বাংলাদেশের সেরা আবিস্কার মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার প্রথম টেস্ট ড্র হওয়ায় সংবাদ সম্মেলনের এক পর্যায়ে মুস্তাফিজের ভবিষ্যৎ বলে দেন হাশিম আমলা। আমলা বলেন, আমি নিশ্চিত, সময়ই বলবে সে ওয়ানডে এবং টেস্টে কতটা ভালো করছে।

আমাদের বিপক্ষে সে খুব ভালো বোলিং করেছে। উইকেট শিকার করেছে। ভবিষ্যতে সে আরো জ্বলে উঠবে। হাশিম আমলার এমন বক্তব্যই বলে দেয় ক্রিকেটে বাংলাশেদের ভবিষ্যৎও যেন উজ্জ্বল।

0 comments:

Post a Comment