Wednesday, July 29, 2015

সেরা দশটি দলের পরিবর্তিত পয়েন্ট, চ্যাম্পিয়ান ট্রফি খেলবে যারা

Share it Please
২০১৭ সালে একটি হাইভোল্টেজ আসরের আয়োজন করতে যাচ্ছে ক্রিকেটের অভিভাবক তথা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আইসিসি।

চ্যাম্পিয়ান ট্রফিতে কে থাকছে কে ছিটকে যাচ্ছে এ নিয়ে রহস্যর কোনো শেষ ছিলনা। তবে এর সমাধান পাওয়া গেল এবার। আর প্রথম বারের মত এখানে চমক টাইগারদের। সর্বশেষ আইসিসি র‌্যাঙ্কিংয়ে সেরা দশটি দল হলো।

দেশ                  রেটিং পয়েন্ট
১.অস্ট্রেলিয়া                   ১২৯
২.ভারত                        ১১৫
৩.নিউজিল্যান্ড               ১১২
৪.দক্ষিণ আফ্রিকা            ১০৯
৫.শ্রীলঙ্কা                       ১০৩
৬.ইংল্যান্ড                    ৯৮
৭.বাংলাদেশ                   ৯৬
৮.পাকিস্তান                  ৯০
৯.ওয়েস্ট ইন্ডিজ           ৮৮
১০.আয়ারল্যান্ড            ৫০

আইসিসি র‌্যাঙ্কিংয়ের এই সেরা দশটি দলের মধ্যে শীর্ষ ৮ টি দেশ আইসিসির চ্যাম্পিয়ান ট্রফি খেলবে। দুইবারের বিশ্বকাপজয়ী দেশ হলেও ছিটকে যেতে হলো ওয়েস্ট ইন্ডিজকে। অন্যদিকে উদীয়মান হলেও আয়্যারল্যান্ড রয়েছে এ স্বপ্ন দেখার দিক থেকে অনেক দূরে।

গত বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে জাদু দেখাতে শুরু করে। জিম্বাবুয়ে ও পাকিস্তানকে হোয়াইট ওয়াশ। অন্যদিকে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে জয় পাওয়ায় চ্যাম্পিয়ান ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।

0 comments:

Post a Comment