Sunday, July 26, 2015

টেস্ট খেলতে না পারায় আক্ষেপ করে যা বললেন মাশরাফি

Share it Please
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার প্রথম টেস্টটি ড্র ঘোষণা আসলেই স্পষ্ট হয়ে যায় মুস্তাফিজের বিশ্বের সবচেয়ে অভিজাত রেকর্ডটির মালিক হওয়ার খবর। এরপরেই মুস্তাফিজকে অভিনন্দন জানানোর পরে শারীরিক কারণে টেস্ট খেলতে না পারায় আক্ষেপ নিয়ে অভিভূত হওয়ার মত বার্তা দেন মাশরাফি।

মুস্তাফিজের রেকর্ডের পর ক্রিকেটবিশ্বে শুরু হয়ে যায় তোলাপাড়। কে এই ক্রিকেটার? বিষয়টি শোনার পর উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট টিমের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা।

একই সাথে ওয়ানডে ও টেস্ট অভিষেক ম্যাচে ম্যাচ সেরা হয়ে বিশ্বরেকর্ড করায় মুস্তাফিজের প্রশংসায় টাইগার শিবির। মাশরাফি বিন মতুর্জা তার অফিসিয়াল ফ্যান পেইজে লিখেন, ওয়ানডে এবং টেস্ট অভিষেকে ম্যাচ সেরা হয়ে একমাত্র খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়ার জন্য মুস্তাফিজকে জানাই অভিনন্দন।

শারীরিক কারণে টেস্ট খেলতে না পারায় আক্ষেপ করে তিনি লিখেন, আধিপত্য দেখিয়ে টেস্ট ড্রর জন্য টাইগারদের অভিনন্দন। আমার সাথে তোমাদের ফের মাঠে দেখা হবে!

অর্থাৎ মাশরাফি যখন ফের দেশের হয়ে টেস্ট বা ওয়ানডেতে মাঠে নামবেন তখন দেখা হবে এই বিষয়টি বুঝান তিনি। পরে মাশরাফি তার সতীর্থ্যদের জন্য বলেন, সে পর্যন্ত তোমরা উপভোগ করতে থাক।

বাংলাদেশের ক্রিকেটাররা যেন ম্যাচ বাই ম্যাচ সাফল্য ধারায় থাকে এই প্রত্যাশা মাশরাফি বিন মতুর্জার। এখানেই পরিস্কার হয় দলের প্রতি তার কতটা ভালোবাসা ক্রিকেটকে ভালোবেসে পঙ্গুত্বের দিকে অগ্রসর হওয়া এই মাশরাফির! - See more at: http://bangla.mtnews24.com/post.php?id=56954&page=3#sthash.8LNUe26m.dpuf
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার প্রথম টেস্টটি ড্র ঘোষণা আসলেই স্পষ্ট হয়ে যায় মুস্তাফিজের বিশ্বের সবচেয়ে অভিজাত রেকর্ডটির মালিক হওয়ার খবর। এরপরেই মুস্তাফিজকে অভিনন্দন জানানোর পরে শারীরিক কারণে টেস্ট খেলতে না পারায় আক্ষেপ নিয়ে অভিভূত হওয়ার মত বার্তা দেন মাশরাফি।

মুস্তাফিজের রেকর্ডের পর ক্রিকেটবিশ্বে শুরু হয়ে যায় তোলাপাড়। কে এই ক্রিকেটার? বিষয়টি শোনার পর উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট টিমের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা।

একই সাথে ওয়ানডে ও টেস্ট অভিষেক ম্যাচে ম্যাচ সেরা হয়ে বিশ্বরেকর্ড করায় মুস্তাফিজের প্রশংসায় টাইগার শিবির। মাশরাফি বিন মতুর্জা তার অফিসিয়াল ফ্যান পেইজে লিখেন, ওয়ানডে এবং টেস্ট অভিষেকে ম্যাচ সেরা হয়ে একমাত্র খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়ার জন্য মুস্তাফিজকে জানাই অভিনন্দন।

শারীরিক কারণে টেস্ট খেলতে না পারায় আক্ষেপ করে তিনি লিখেন, আধিপত্য দেখিয়ে টেস্ট ড্রর জন্য টাইগারদের অভিনন্দন। আমার সাথে তোমাদের ফের মাঠে দেখা হবে!

অর্থাৎ মাশরাফি যখন ফের দেশের হয়ে টেস্ট বা ওয়ানডেতে মাঠে নামবেন তখন দেখা হবে এই বিষয়টি বুঝান তিনি। পরে মাশরাফি তার সতীর্থ্যদের জন্য বলেন, সে পর্যন্ত তোমরা উপভোগ করতে থাক।

বাংলাদেশের ক্রিকেটাররা যেন ম্যাচ বাই ম্যাচ সাফল্য ধারায় থাকে এই প্রত্যাশা মাশরাফি বিন মতুর্জার। এখানেই পরিস্কার হয় দলের প্রতি তার কতটা ভালোবাসা ক্রিকেটকে ভালোবেসে পঙ্গুত্বের দিকে অগ্রসর হওয়া এই মাশরাফির!

0 comments:

Post a Comment