Monday, October 24, 2016

ভেঙে পড়েছেন সাব্বির

লক্ষ্য ছিল মাত্র ৩৩ রান। উইকেটে ছিলেন দুর্দান্ত ফর্মে থাকা সাব্বির রহমান, সঙ্গী তাইজুল ইসলাম ও শফিউল ইসলাম। কিন্তু চট্টগ্রামের উইকেটে এ যেন বহুদূর। মাত্র ১০ রান যোগ করেই বিদায় নেন শেষ দুই ব্যাটসম্যান। ফলে আরও একটি স্বপ্নের অপমৃত্যু ঘটে। আবারও এক রাশ কষ্ট নিয়েই মাঠ ছাড়তে হলো টাইগারদের।
সোমবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগের দিনের আট উইকেটে ২৫৩ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। আর ১০ রান যোগ করতেই বেন স্টোকসের বলে এলবিডব্লিউর ফাঁদে পরে বিদায় নেন তাইজুল ইসলাম। এর দুই বল পর এলবিডব্লিউর ফাঁদে পরে বিদায় নেন শফিউলও।
সাব্বির কষ্টে মুষড়ে পড়েন। ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকের ১৩৪ টেস্টের ক্যারিয়ারে এমন অভিজ্ঞতা আগে হয়েছে। সাব্বিরের পাশে এসে দাঁড়ান। সান্তনা দেন। ৯৯তম টেস্ট খেলা পেসার স্টুয়ার্ট ব্রড সর্বনাশটা করেছেন আগের বিকেলে। তিনিও চলে আসেন। সাব্বিরকে বোঝান। এটা তো খেলা। জীবনটা যে খেলার চেয়েও বড়!

সাব্বির উঠে দাঁড়ান। একটু একটু করে ড্রেসিং রুমের দিকে পা বাড়ান। কিন্তু ওই ২৩ রানের আক্ষেপটা যেন পাষান ভার হয়ে চেপে বসে ২৪ বছরের ব্যাটসম্যানের কাঁধে। তার ব্যাটের দিকেই যে তাকিয়ে ছিল ১৬ কোটি মানুষের সবুজ এই দেশটা! শেষ দুই ব্যাটসম্যানকে আগলে রেখে দেশের স্বপ্ন পূরণের ব্যর্থতার কষ্টই পুড়িয়ে চলে তাকে। 


3:27 AM